পাকিস্তান বেফাকের সভাপতির ইন্তেকালে শায়েখ জিয়া উদ্দীন-এর শোক প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি :
পাকিস্তানের বেফাকুল বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (মাদরাসা শিক্ষা বোর্ড) সভাপতি, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত পাকিস্তান-এর সভাপতি এবং পাকিস্তানের বিখ্যাত দ্বীনি শিক্ষা কেন্দ্র জামিয়া বান্নুরি টাউনের মুহতামিম মাওলানা ডক্টর আব্দুর রাজ্জাক ইসকান্দার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন।
এদিকে ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- আযাদ দ্বীনি এদারা তালিম শিক্ষা বোর্ড-এর সভাপতি ও জামিয়া মাদানিয়া আংগুরা মোহাম্মদপুর-এর মুহতামিম আল্লামা শায়েখ জিয়া উদ্দীন।
শোক বার্তায় তিনি বলেন- মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দার-এর ইন্তেকালে কেবল পাকিস্তানই নয়, পুরো মুসলিমবিশ্বই একজন নিবেদিতপ্রাণ, ইসলামী পন্ডিত ও রাজনীতিবিদ অভিভাবক হারালো। তার শূন্যস্থান সহজে পূরণ হবে না। এক এক করে যেভাবে বরেণ্য আলেমগণ আমাদের থেকে বিদায় নিচ্ছেন, তাতে আমাদের জন্য বিরাট পরীক্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তায়ালা যোগ্য লোকের মাধ্যমে তাদের রেখে কাজ সম্পাদন করার তৌফিক দিন।
শায়েখ জিয়া উদ্দীন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহ পাকের দরবারে জান্নাতের উচ্চ মাকাম কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন।