ভিসার জন্য শিক্ষার্থীদের চলাচলে বাধা নেই: পররাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার :
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন- বিদেশে যেসব শিক্ষার্থী পড়তে যাবেন, তারা তাদের ভিসা সংগ্রহ ও ভিসার সাক্ষাৎকার দিতে নির্বিঘ্নে যাতে দূতাবাসে যেতে পারেন, তা নিশ্চিত করা হবে। এ জন্য পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বুধবার (৩০ জুন) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের এ তথ্য জানান।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আজ ১লা জুলাই (বৃহস্পতিবার) সকাল ছয়টা থেকে ৭ই জুলাই মধ্যরাত পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।
এতে বলা হয়- আরোপিত বিধিনিষেধের সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহনসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচলও বন্ধ থাকবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন- লকডাউনে বিদেশি দূতাবাসগুলো জরুরি ভিসা সেবার জন্য খোলা থাকবে। ভিসা নিতে শিক্ষার্থীরা দূতাবাসে যাতায়াতের সুযোগ পাবেন। তিনি জানান- শিক্ষার্থীরা তাদের দূতাবাসে যাওয়ার বিষয়টি সুরাহার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিলেন।