বিশ্বনাথে প্রবেশ সড়কে এক হাজার কৃষ্ণচূড়ার চারা রোপন
বিশ্বনাথ সংবাদদাতা :
সিলেটের বিশ্বনাথ উপজেলার অন্যতম প্রবেশ পথ বিশ্বনাথ থেকে রশিদপুর পৌরসভার সাইনবোর্ড পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কের দুইপাশে সৌন্দয্যবর্ধন করতে এক হাজার কৃষ্ণচূড়ার চারা রোপন করলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।
বুধবার (৩০ জুন) বিকেলে সড়কের বাইপাস মোড়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তি উপলক্ষে এ বৃক্ষরোপন করা হয়েছে বলে জানান ইউএনও সুমন চন্দ্র দাশ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইরন মিয়া, প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, পৌর সহায়ক কমিটির সদস্য রফিক হাসান, ফজর আলী, ইছাক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম আর টুনু তালুকদার, সাবেক সহ-সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, থানার এসআই সনজয়, ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম মহসিন, যুবলীগ নেতা দবির মিয়া, সিজিল মিয়াসহ উপজেলা ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ জানান- নান্দনিক উপজেলা গড়তে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণের উপর জোর দিতে হবে। উপজেলার প্রবেশপথে পৌরসভার অর্থায়নে প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কে দুইপাশে এক হাজার কৃষ্ণচূড়ার চারা রোপন করা হয়েছে। আগামী দুই তিন বছর পর ওই সড়ক নান্দনিক একটি সড়কে রুপ নিবে।