ক্বারী আমীর উদ্দিন আহমেদ সাংস্কৃতিক পরিষদ-এর আহবায়ক কমিটি গঠন
সংবাদ বিজ্ঞপ্তি :
‘ক্বারী আমীর উদ্দিন আহমেদ সাংস্কৃতিক পরিষদ’ এর উদ্যোগে সিলেটের টুকেরবাজারস্থ বাউলাগান মিউজিক স্টুডিওতে গত বুধবার (৩০ জুন) এক জরুরী সভার আয়োজন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মুজিবুর হামান মালদার-কে আহ্বায়ক ও গোলাম হায়দার রুবেল-কে সদস্য সচিব করে ‘ক্বারী আমীর উদ্দিন আহমেদ সাংস্কৃতিক পরিষদ’-এর ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বশীল ও সদস্যরা হলেন- যুগ্ম-আহবায়ক (তিনজন) প্রভাষক বাবুল দেব, শাহ সিদ্দিকুর রহমান, বাউল শফিক উদ্দিন, সিনিয়র সদস্য বাউল জুয়েল আহমেদ, বাউল চন্দন মিয়া, বাউল আনু সরকার, বাউল আইদ আলী, বাউল জিয়া উদ্দিন, সদস্য- মো. মিজান আমিরী, হাসনাত কবীর, দুলাল আমিরী, সাঈদ নোমান (সাংবাদিক), সোহাগ আহমেদ, বাবু লাল, শিপন আহমেদ, হাজী আব্দুল হাকিম, মো. মখলিছ মিয়া, আজির জালালী, মো. সৈয়দ রাসেল, কাওছার ফরাইজি, আব্দুল হাকিম প্রমুখ।
বাবুল দেবের সঞ্চালনায় ও বাউল জুয়েল আহমেদ’র সভাপতিত্বে পরিচালিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাউল উদাসী মুজিব, শাহ সিদ্দিকুর রহমান, বাউল শফিক উদ্দিন, বাউল বাবু লাল, গীতিকার আলাউদ্দিন, মুহিব মেম্বার, সোহাগ আহমেদ, জ্যোতি দেওয়ান, আজির জালালী, ইস্কন্দর আলী, বাবুল আমিরী, আমীন আহমেদ, রেদুয়ান আহমেদ, জালাল আহমেদ, রুহেল আহমেদসহ অসংখ্য আমিরী ভক্ত আশেকান।
সভায় বক্তারা বলেন- অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার এই গীতিকবির গানগুলো যাতে বিকৃত সুরে কেউ না গায়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। সভা শেষে শিল্পীরা বাউল ক্বারী আমির উদ্দিন আহমেদ-এর গান গেয়ে সভার ইতি টানেন।