দিরাইয়ে লকডাউন: কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
দিরাই সংবাদদাতা :
করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে কঠোর অবস্থান রয়েছে দিরাই উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১ জুলাই) দিনব্যাপী পৌর শহরের টহল জোরদার করেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র্যাব ও থানা পুলিশ।
এ সময় লকডাউনে দোকান খোলা রাখার দায়ে ৫ দোকান মালিক ও মাস্ক না থাকায় একাধিক মানুষকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে সচেতনতামূলক মাইকিং করেন সেনা সদস্যরা।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন- করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন কার্যকর করতে পুলিশ বাহিনী তৎপর রয়েছে। যে কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন বলেন- সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। তিনি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহির না হতে ও স্বাস্থ্যবিধি মানতে সকালের প্রতি আহবান জানান।