কমলগঞ্জে কঠোর লকডাউনে তৎপর প্রশাসন : জরিমানা আদায়
কমলগঞ্জ সংবাদদাতা :
নির্মল এস পলাশ, কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন না মানায় ২০টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশেকুল হক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।
এ সময় তাদের সাথে ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনী ক্যাপ্টেন মো. মামুনুর রহমান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান’সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশেকুল হক জানান- লকডাউন চলাকালীন অযথা ঘর থেকে বের হওয়া যাবে না। করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন না মেনে দোকানপাট, শপিংমল খোলা রাখা এবং অপ্রয়োজনে ঘুরাঘুরি করার দায়ে সংক্রমণ আইন ২০১৮-এর ২৪ ধারামতে ১টি মামলায় ও দন্ডবিধি ২৬৯ দ্বারা ১৯টা মামলায় ৬ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
এ অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।