মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মাধবপুর সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোররাতে র্যাবের অভিযানে ৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মাধবপুর থানার শ্রীধরপুর গ্রামের মৃত জলুই মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২) ও কৃষ্ণপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে রহমত আলী (৪২)।
বৃহস্পতিবার রাতে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মাধবপুর পৌর এলাকায় অভিযান চালায়। এসময় ৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন ও ৪টি সীমকার্ড এবং নগদ ৪ হাজার ৫২৫ টাকাসহ মো. সোহেল মিয়া ও মো. রহমত আলীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছে।