যুবলীগের চেয়ারম্যান পরশের জন্মদিনে সুনামগঞ্জ জেলা যুবলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত
সুনামগঞ্জ সংবাদদাতা :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় করে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় শহরের জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান সেন্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, জেলা যুবলীগের সদস্য এডভোকেট আজাদুল ইসলাম রতন, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সহ-সভাপতি পিন্টু বনিক, কাওসার আহমদ, ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক জেবুল আহমদ, দেলওয়ার আহমদ, যুবলীগ নেতা জয়ন্ত, সুব্রত তালুকদার জুয়েল, জীবন তালুকদার, জেলা ছাত্রলীগ নেতা অমিয় মৈত্র প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগি সংগঠন হিসেবে যুবলীগ দেশের মাটি ও মানুষের কল্যাণে সবসময় নিবেদিত একটি সংগঠন। এ সময় তারা এই সংগঠনের চেয়ারম্যান (জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ট আপনজন) এর জন্মদিনে তার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন। একই সাথে আগামীতে যেকোন আন্দোলন-সংগ্রামে যুবলীগ চেয়ারম্যানের বলিষ্ঠ নেতৃত্বে দেশবিরোধী ষড়যন্ত্রকারী সকল অপশক্তিকে পরাজিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।