কঠোর লকডাউনেও নবীগঞ্জে বিশাল পশুর হাট : স্বাস্থ্যবিধি উপেক্ষিত
স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাস সংক্রামণ রোধে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে সরকার। চলমান এই কঠোর লকডাউন উপেক্ষা করে হবিগঞ্জের জনতার বাজারে বসছে সর্ববৃহৎ পশুহাট। জনতার বাজার পশুহাট ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষা নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে অবস্থিত। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে জনতার বাজার পশুহাট শনিবার-সোমবার বসে।
শনিবার (৩ জুলাই) বিকেলে সরকারি কঠোর বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জনতার বাজারের বিশাল পশুহাটে বিপুল মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জানা যায়- শনিবার সকাল থেকে জনতার বাজার পশুর হাটে বিভিন্ন জেলা উপজেলা থেকে কোরবানির পশু কেনাবেচা করতে আসেন ক্রেতা-বিক্রেতারা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চলছে কেনাবেচা। এ সময় অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখেই ছিল না মাস্ক। কারও কারও মাস্ক থাকলেও তা হয় পকেটে। অনেকের মাস্ক ছিল থুতনির মাঝে। ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। এর ফলে স্বাস্থ্য ঝুঁকি বিরাট আকারে বৃদ্ধি পাচ্ছে।
দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায় বলেন- সরকার ও প্রশাসন যেখানে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে কঠোর অবস্থানে রয়েছে, সেখানে লকডাউনের মধ্যে পশুর হাট বসা লকডাউনকে প্রশ্নবিদ্ধ করছে। বাজারে স্বাস্থ্যবিধি না মানার ফলে ভয়াবহ করোনা সংক্রমণ ছড়ানোর আশংকা রয়েছে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন বলেন- পশুর হাটে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে বিকেল ৫টা পর্যন্ত চলতে পারবে, পশুহাটে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসনের তৎপরতা রয়েছে। তিনি বলেন- কঠোর বিধি-নিষেধের প্রজ্ঞাপনে পশুহাট নিয়ে সু-নির্দিষ্ট ভাবে কিছু বলা হয়নি।