সিলেটে কঠোর লকডাউন: তৃতীয় দিনেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
স্টাফ রিপোর্টার :
কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার (৩ জুলাই) সকাল থেকেই লকডাউন বাস্তবায়নে নগরীর বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা।
সিলেটের দক্ষিণ সুরমা, কুমারগাঁও তেমুখী বাইপাস, শাহপরান পয়েন্ট, টিলাগড়, বিমানবন্দর সড়ক, ফেঞ্চুগঞ্জ সড়ক’সহ নগরীর প্রতিটি প্রবেশদ্বার এলাকা ঘুরে দেখা যায়- চেকপোস্টে মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারগুলোকে থামানো হচ্ছে। যৌক্তিক কারণ থাকলে তাদের যেতে দেওয়া হচ্ছে। অন্যথায় মামলা দেওয়া হচ্ছে।
অন্যান্য দিনের মতো শনিবারও নগরীর রাস্তায় গাড়ির উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। তবে প্রধান সড়কের তুলনায় অলিগলিতে মানুষের চলাফেরা কিছুটা বেশি রয়েছে। এদিকে কঠোর লকডাউন কার্যকর করতে সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবির ও সেনাবাহিনীর পাশাপাশি র্যাব সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।
এছাড়া লকডাউন বাস্তবায়ন করতে ও সরকারি আদেশ অনুযায়ী করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচল’সহ অন্যান্য বিষয়ে কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বাইরে যারা বের হয়েছেন তাদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে। সন্তোষজনক উত্তর দিতে না পারলে জরিমানা করা হয়েছে।