মাওলানা আরশাদ মাদানী ‘আমিরুল হিন্দ’ নির্বাচিত
সময় সিলেট ডেস্ক :
মাওলানা আরশাদ মাদানী সর্বভারতীয় মুসলিমদের প্রধান হিসেবে ‘ইমারাত-ই-শরইয়্যাহ’-এর আমির-উল-হিন্দ নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (৩ জুলাই) দিল্লিতে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে হিন্দের সভায় দেশের বিশিষ্ট আলেম ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সমর্থনে পঞ্চম আমিরুল হিন্দ হিসেবে তিনি নির্বাচিত হন।
জমিয়তে উলামায়ে হিন্দের সভায় উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি আল্লামা মাহমুদ মাদানী, মাওলানা আবদুল আলিম ফারুকী, মাওলানা নেমাতুল্লাহ, মাওলানা রহমাতুল্লাহ কাশ্মীরী, মুফতি আহমদ দেওলা, মাওলানা সাইয়েদ আসজাদ মাদানী, আসাম রাজ্যের প্রধান বিরোধীদলীয় নেতা মাওলানা বদরুদ্দীন আজমল, মাওলানা সাইয়েদ আশহাদ রশিদী’সহ আরও অনেকে। দারুল উলুম দেওবন্দ মাদরাসার পরিচালক মুফতি আবুল কাসেম নোমানী তাঁকে নির্বাচন করেন।
এর আগে চতুর্থ আমিরুল হিন্দ হিসেবে ছিলেন- মাওলানা ক্বারী মুহাম্মদ সালমান মনসুরপুরী রহ.। গত ২১ মে তাঁর মৃত্যুর পর সম্মানজনক এই পদটি শূন্য হয়। গুরুত্বপূর্ণ ধর্মীয় সিদ্ধান্ত গ্রহণের এই পদে মাওলানা আরশাদ মাদানীকে ‘আমিরুল হিন্দ’ হিসেবে নির্বাচন করা হয়। আর উসমান মনসুরপুরীর বড় ছেলে মাওলানা সাইয়েদ সালমান মনসুরপুরীকে ‘নায়েব-এ আমির-উল-হিন্দ’ নির্বাচন করা হয়েছে।
১৯৮৬ সালে ভারতের সামাজিক প্রতিষ্ঠান শরিয়তে হিন্দ গঠিত হয়। প্রথম আমিরুল হিন্দ হিসেবে ছিলেন মাওলানা হাবিবুর রহমান আজমী। ১৯৯২ সালে মাওলানা আসআদ মাদানী দ্বিতীয় আমির হন। ২০০৬ সাল থেকে দারুল উলুম দেওবন্দের মহাপরিচালক মাওলানা মারগুবুর রহমান তৃতীয় আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সাল থেকে মাওলানা উসমান মানসুরপুরী চতুর্থ আমির হিসেবে দায়িত্ব পালন করেন।
শরিয়াত-ই-হিন্দ ভারতীয় মুসলিমদের একটি সামাজিক প্রতিষ্ঠান। এর আওতায় দেশের বিভিন্ন প্রদেশে আমিরে-ই-শরিয়ত নির্ধারণ করা হয়। পুরো সংগঠনের প্রধান হিসেবে আমিরুল হিন্দ দায়িত্ব পালন করেন। সংগঠনটির প্রধান চাঁদ দেখার নিশ্চয়তা, এতিম ও বিধবাদের ভাতা এবং অসহায়দের জন্য বিভিন্ন সময় সহায়তার কাজ সম্পাদন করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক কাজ ও মুসলিমদের নানা সমস্যার সমাধানে কাজ করে সংগঠনটি।
ভারতের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী দারুল উলুম দেওবন্দ মাদরাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একই প্রতিষ্ঠানে দীর্ঘকাল যাবত হাদিস পড়াচ্ছেন। তিনি ভারতের বৃহত্তম মুসলিম সংগঠন জমিয়ত-ই-উলামায়ে হিন্দের সভাপতি। ব্রিটিশবিরোধী আন্দোলনের শীর্ষ নেতা মাওলানা হুসাইন আহমদ মাদানী রহ. তাঁর পিতা।
সূত্র : দ্য রিপোর্টস