লকডাউনের তৃতীয়দিনেও সুনামগঞ্জে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
সুনামগঞ্জ সংবাদদাতা :
করোনা ভাইরাসের প্রকৌপ নিয়ন্ত্রণে আনতে সারাদেশের মতো সুনামগঞ্জেও শনিবার (৩ জুলাই) সকাল থেকে তৃতীয়দিনের মতো লকডাউন কার্যকরে সেনা, নৌবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা মাঠে কাজ করছেন।
কোন প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাহিরে যেতে না পারে, সেজন্য তারা তৎপরতা চালিয়েছেন। যারা রিকশায় চড়ে বাহিরে বের হচ্ছেন, তাদেরকেও বুঝিয়ে নিজ বাড়িতে পাঠানোর চেষ্টা করেছেন।
এদিকে, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান’সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুনামগঞ্জের সার্বিক অবস্থা মনিটরিং করছেন। সরকার ও প্রশাসনের তরফ থেকে ঘরবন্দি নিম্নআয়ের মানুষজনের জন্য খাদ্য সহায়তা চাল, ডাল, তৈল’সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের প্রচেষ্টা চালিয়েছেন। ইতোমধ্যে জেলার ১১টি উপজেলায় জেলা প্রশাসনের মাধ্যমে নিম্নআয়ের মানুষজনের কষ্ট লাঘবে ১ কোটি ১১ লাখ টাকার বরাদ্দ দেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।