জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু
সুনামগঞ্জ সংবাদদাতা :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে খসরু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। মৃত খসরু মিয়ার পৈত্রিকবাড়ী জগন্নাথপুর উপজেলার আশারকান্দী ইউনিয়নের জামালপুর (নয়া বাড়ী) গ্রামে। তিনি স্থানীয় আশারকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত শুক্রবার (২ জুলাই) রাত ১২টা ৫মিনিটের সময় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খসরু মিয়া মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে ও আত্মী-স্বজন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- তিনি দীর্ঘদিন ধরে স্বপরিবারে সিলেট ওসমানীনগরে বসবাস করে আসছিলেন এবং সেখানেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শনিবার বিকেল ৩টায় তার গ্রামের বাড়ি জগন্নাথপুরের জামালপুর গ্রামে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- তিনি স্বপরিবারে সিলেটের ওসমানীনগরে থাকাকালীন সময়ে করোনায় আক্রান্ত হয়ে সিলেটেই শুক্রবার গভীররাতে (হাসপাতালে) মৃত্যুবরণ করেন। শনিবার বিকেলে তার গ্রামের বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।