বিশ্বম্ভরপুর থেকে ৮ জুয়াড়ি আটক : জুয়ার সরঞ্জাম জব্দ
সময় সিলেট ডেস্ক :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে জুয়া খেলার আসর থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৩ জুলাই) দুপুরে লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মো. আব্দুল্লাহ এর নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার বাঘবেড় গ্রামের শাহজাহানের বসত ঘরে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে। এসময় জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
আটক জুয়াড়িরা হলো- বিশ্বম্ভরপুর উপজেলার লতারগাঁও গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে মোহাম্মদ আলী (৪৫), একই উপজেলার বাঘবেড় গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে তাজ্জত আলী (২৪) মৃত লালু মিয়ার ছেলে কামাল মিয়া (২০), নুর ইসলামের ছেলে শাহ আলম (৩২), মৃত জয়নাল আবেদীনের ছেলে জাকির (২২), বাঘবেড় (আক্তারপাড়া) গ্রামের ইউনুছ আলীর ছেলে তোফাজ্জল (২০), রাঙ্গামাটি গ্রামের হুরমুজ আলীর ছেলে শামসুল আলম (২৪) ও সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে সেলিম (৭১)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আলামত’সহ সবাইকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র এএসপি ওবাইন।