২৫ বছর পর ইউরো কাপের সেমিফাইনালে ইংল্যান্ড
স্পোর্টস রিপোর্টার :
ইউক্রেনকে উড়িয়ে ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গেল গ্যারেথ সাউথগেটের দল। এই ম্যাচে ইংল্যান্ড ৪-০ গোলে জয়লাভ করেছে। জোড়া গোল করেন হ্যারি কেইন, অন্য দুই গোলদাতা হ্যারি ম্যাগুইয়ার ও জর্ডান হেন্ডারসন। এতে ২৫ বছর পর ইউরোর সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। সেখানে তারা মুখোমুখি হবে ডেনমার্কের।
চলতি আসরে এখন পর্যন্ত কোন গোল হজম করেনি ইংল্যান্ড। ম্যাচের ৪ মিনিটেই লিড নেয় ইংল্যান্ড। স্টার্লিংয়ের থ্রু’তে প্রথম ছোঁয়াতেই জালে পাঠান হ্যারি কেইন। বিরতির পর প্রথম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ম্যাগুইয়ার। চার মিনিট পরেই ইউক্রেনের ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষ হয়ে যায়। হেডে আসরে নিজের তৃতীয় গোলটি করেন কেইন (৩-০)।
ম্যাচের ৬২ মিনিটে ম্যাসন মাউন্টের নেওয়া কর্নারে হেডে ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোলটি করেন লিভারপুল মিডফিল্ডার হেন্ডারসন। ম্যাচ মূলত শেষ হয়ে যায় ঐখানেই। দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে থ্রি লায়ন্স শিবির।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখা ইংল্যান্ড শেষ ষোলোয় হারিয়েছে জার্মানিকে। এবার ইউক্রেনকে হারিয়ে ৫৫ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্নে আরেক ধাপ এগুলো ইংলিশরা।
আগামী ৬ জুলাই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ইতালি। একদিন পর ৭ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড মোকাবেলা করবে ডেনমার্কের।