কমলগঞ্জে করোনায় কর্মহীন ও দুঃস্থদের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা প্রদান
কমলগঞ্জ সংবাদদাতা :
বৈশ্বিক মহামারীর এই কঠিন সময়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের করোনায় কর্মহীন, শতাধিক সুবিধাবঞ্চিত ও দুঃস্থ লোকদের মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল আহাদ (ফারুক আহমেদ) এই চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।
রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় আদমপুর ইউনিয়নের নৈনারপারস্থ নিজ বাড়ীতে স্বাস্থ্যবিধি মেনে জনপ্রতি ৫ কেজি চাল ও নগদ ১ শত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় সাবেক ইউপি সদস্য হাজী আব্দুল লতিফ, আদমপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সবুজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর ঈদ ও সাম্প্রতিক করোনার সংকটকালে ও প্রাকৃতিক নানা দূর্যোগের সময় আওয়ামীলীগ নেতা মো. আব্দুল আহাদ (ফারুক আহমেদ) বিত্তহীন, অসহায় মানুষের পাশে দাঁড়ান।