কঠোর লকডাউনে জেলা প্রশাসনের পৌনে ২ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার :
কঠোর লকডাউন বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসন অভিযান অব্যাহত রেখেছে। রোববার (৪ জুলাই) চতুর্থ দিন মহানগর ও সকল উপজেলায় ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এতে সহায়তায় করে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবি সদস্যরা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ অমান্য করায় ১৩৫টি মামলা করা হয়। পাশাপাশি ১ লাখ ৭৬ হাজার ৩০০ টাকাও অর্থদন্ড প্রদান করা হয়।