হবিগঞ্জে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে মাস্ক, পিপিই ও গাছের চারা বিতরণ
হবিগঞ্জ সংবাদদাতা :
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে সঙ্গী করে ১৮ বছর পেরিয়ে ১৯ বছরে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এনটিভি’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গত শনিবার (৩ জুলাই)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে পালিত হয়েছে নানা কার্যক্রম। সামাজিক দূরত্ব মেনে মাস্ক, পিপিই ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে জেলা শহরের শায়েস্তানগরে পিপিই ও মাস্ক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরউদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী।
এরপর, দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব আঙিনায় গাছের চারা রোপণ ও মাস্ক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি শাকিল চৌধুরী, সাবেক সভাপতি রাসেল চৌধুরী, এয়ারলিংক চেয়ারম্যান মোহাম্মদ নূরউদ্দিন জাহাঙ্গীর, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ ও স্টাফ রিপোর্টার ফয়সল মাহমুদ।
প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠান দু’টিতে সভাপতিত্ব করেন এনটিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী।