দোয়ারাবাজারে করোনা ক্ষতিগ্রস্হ ও হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
দোয়ারাবাজার সংবাদদাতা :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নে হতদরিদ্র পরিবারেরর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার আর্থিক সহায়তা হিসেবে ৫ শত টাকা করে প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
কোভিড-১৯ এর কারনে ক্ষতিগ্রস্হ, কর্মহীন, দুস্হ ও অসহায় লোকদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে ইউনিয়নের এই সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার। এ সময় ইউপি সদস্য মোশারফ হোসেন, মোজাম্মেল হোসেন, উজায়ের হোসেন ফারুক, রেনুয়ারা বেগম, ট্যাগ অফিসার আব্দুল হাই’সহ উপকারভোগী লোকজন উপস্হিত ছিলেন।
এ সময় ১৫০ পরিবারের মধ্যে ৫০০ টাকা করে বিতরণ করা হয়। আগামীকাল বুধবার সকালে বাশতলা চৌধুরীপাড়া শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাবাজার ইউনিয়নের বাকি ৫ ও ৬ নং ওয়ার্ড এবং বিকালে বাংলাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হবে।
বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা বলেন- ৫০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ৫০০ টাকা করে বিতরণ করা হবে। চলমান লকডাউনে বাংলাবাজার ইউনিয়নের সকল গ্রামে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার এ উপহার চলমান। সামাজিক দুরত্ব বজায় রেখে অসচ্ছল পরিবার ও মানুষদের মধ্যে এ সহায়তা প্রদান করা হচ্ছে।