চুনারুঘাটে সরকারী ত্রান পাচারের সময় চালের বস্তা উদ্ধার
হবিগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের চুনারুঘাটে সরকারী ত্রান পাচারের সময় ৬০০ কেজি চালের বস্তা উদ্ধার করেছে রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ হবিগঞ্জ সিপিসি-১ এর একটি টিম।
মঙ্গলবার (৬ জুলাই) চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকা থেকে র্যাব (RAB) হবিগঞ্জ সিপিসি-১ এর কমান্ডার ল্যাফটানেন্ট কমান্ডার নাহিদ হাসান ও সিনিয়র এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে একটি টিম ভিজিএফ এবং সরকারি ত্রাণ সহায়তার আত্নসাৎকৃত ৬০০ কেজি চাল উদ্ধার করে।
এ সময় পাচারকারী চান মিয়ার পুত্র কাউসার মিয়া (৩৫) পালিয়ে যায়। পলাতক কাউসারকে আসামী করে চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।