দক্ষিণ সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল ১০০ পরিবার
দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা :
করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিক, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১০০ অসহায় পরিবারের মাঝে এই উপহারসামগ্রী (চাল, ডাল ও ভোজ্যতেল) বিতরণ করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাত চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, নারী ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন।
এ সময় পূর্ব পাগলা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।