গোলাপগঞ্জে প্রবীণ শিক্ষক শামসুল হকের ইন্তেকাল : দাফন সম্পন্ন
গোলাপগঞ্জ সংবাদদাতা :
সিলেটের গোলাপগঞ্জে প্রবীণ শিক্ষক, ড. সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শামছুল হক মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন বাদ’ আসর ফুলবাড়ী বড়মোকাম জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ’ এশা মরহুমের নিজ এলাকা কানাইঘাট উপজেলার ব্রাহ্মণগ্রাম জামে মসজিদে ২য় দফা জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- সরকারি এমসি একাডেমির অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মনসুর আহমদ চৌধুরী, মরহুমের ভাগিনা অধ্যাপক আব্দুর রহিম, পুত্র জুবের আহমদ।
জানাজায় উপস্থিত ছিলেন- সরকারি এমসি একাডেমি স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, দৈনিক জালালাবাদের সাবেক নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, ড. সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হারুনুর রশীদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, সাবেক পৌর কমিশনার আব্দুল মতিন, প্রবীণ শিক্ষক নুরুল ইসলাম মসলু, মাওলানা আব্দুল কাইয়ুম খান, মো. আব্দুস শাকুর, মো. ওয়াহিদুজ্জামান, নুরুল মুত্তাকিন প্রমুখ।