মাধবপুরে ৮ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মাধবপুর সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উপজেলার উত্তর সরমা গোয়াছনগর গ্রামের জজ মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩১) ও চানখাঁবলা গ্রামের মৃত আতর আলীর ছেলে আব্দুল মন্নান ওরফে মন্নাফ (৩৮)।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে মাধবপুর থানার ৮নং বুল¬া ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর বুল¬া গ্রামে র্যাব অভিযান চালায়। এ সময় উজ্জল মিয়া ও আব্দুল মন্নান ওরফে মন্নাফকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার রাতে র্যাবের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।
অপরদিকে মাধবপুর থানার ১নং ধর্মগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধর্মগড় কালী মন্দির এলাকা থেকে চার কেজি ওজনের দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।