নেদারল্যান্ডসে নামকরা ক্রাইম রিপোর্টারকে গুলি
সময় সিলেট ডট কম
নেদারল্যান্ডসের নামকরা ক্রাইম রিপোর্টার পিটার আর ডি ভ্রিস রাস্তায় হামলার কবলে পড়েছেন। সেন্ট্রাল আমস্টারডামের এই ঘটনায় তিনি মারাত্মক আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে- টিভি স্টুডিও থেকে বের হওয়ার কয়েক মিনিট বাদেই গুলি করা হয় ৬৪ বছর বয়সী এই সাংবাদিককে। পিটার তার দেশের প্রভাবশালী কিছু অপরাধীর কর্মকাণ্ড ফাঁস করে তাদের গ্রেপ্তারে পুলিশকে সাহায্য করেন। বিশেষ করে মাদককাণ্ডে তার কিছু প্রতিবেদন সাড়া ফেলেছিল দেশটিতে।
আমস্টারডামের মেয়ের পিটারকে ‘জাতীয় নায়ক’ সম্বোধন করে এই ঘটনার বিচার চেয়েছেন।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে- খুব কাছ থেকে পাঁচটি গুলি করা হয়। একটি মাথায় লেগেছে।
রয়টার্স লিখেছে, তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
এক হেয়ারড্রেসারের খুনের ঘটনা নিয়ে টিভিতে কথা বলতে স্টুডিওতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বের হতেই তাকে গুলি করা হয়।
১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা একটি ক্রাইম শো পরিচালনা করেন পিটার। ওই শো-ই তাকে খ্যাতির শিখরে নিয়ে যায়। এছাড়া ১৯৮৩ সালে ফ্রেডি হেইনিকেনের অপহরণের কাহিনিও তিনি প্রথম তুলে ধরেন, যা নিয়ে পরবর্তীতে বই প্রকাশিত হয়েছে, তৈরি হয়েছে সিনেমা। ২০০৮ সালে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড পান তিনি।