অনেক অস্বস্তি নিয়ে বিএনপিতে টিকে আছি: মেজর হাফিজ
সময় সিলেট ডেস্ক :
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন- অনেক অস্বস্তি নিয়ে কোনোক্রমে এখনো বিএনপিতে টিকে আছেন তিনি।
একাত্তরে জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রথম সামরিক ব্রিগেড জেড ফোর্স গঠন নিয়ে বুধবার (৭ জুলাই) এক ভার্চ্যুয়াল আলোচনায় অংশ নিয়ে একথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা হাফিজ উদ্দিন আহমেদ। তৎকালীন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বাধীন জেড ফোর্সের অন্যতম যোদ্ধা ছিলেন হাফিজ উদ্দিন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বীর বিক্রম উপাধিতে ভূষিত হন তিনি।
সাবেক সামরিক কর্মকর্তা হাফিজ উদ্দিন আহমেদ বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের পানিসম্পদমন্ত্রী ছিলেন। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপির ‘সংস্কারপন্থি’ একটি অংশের সঙ্গে ছিলেন তিনি। পরে আবার বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। গত বছর অক্টোবরে সিঙ্গাপুর থেকে ফেরার পর বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে এই বিএনপি নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। কিছু দিন পর মুক্তি পান তিনি।
এর মধ্যে গত বছর ১৪ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় অংশ নেন হাফিজ উদ্দিন আহমেদ। কর্মসূচি শেষে বিএনপির নেতা–কর্মীদের একটি দল পুরানা পল্টন মোড় ও জিরো পয়েন্টে অবস্থান নিয়ে সরকারবিরোধী বিক্ষোভ করেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়। এ ঘটনার পর হাফিজ উদ্দিনের পাশাপাশি ওই কর্মসূচিতে অংশ নেওয়া শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। পরে হাফিজ উদ্দিন ব্যাখ্যা দিলে তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থার কথা জানানো হয়নি।
এরপর বিএনপির বর্তমান নেতৃত্ব বা হাফিজ উদ্দিন আহমেদ কোনো পক্ষ থেকেই কোনো ধরনের অসন্তোষের খবর পাওয়া যায়নি। তাই বুধবারের আলোচনা সভায় দলে অস্বস্তি নিয়ে টিকে থাকার বিষয়ে তাঁর এই বক্তব্য অনেকের মনে কৌতূহল তৈরি করেছে।