কমলগঞ্জে করোনা প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত
কমলগঞ্জ সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির বিশেষ সভা বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় করোনার প্রতিরোধে মাস্ক ব্যবহার ও সরকারী বিধিনিষেধ মানার ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য গুরুত্বারোপ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।