শেখ হাসিনার উপহার পেয়ে ‘আপ্লুত’ মমতা বন্দ্যোপাধ্যায়
স্টাফ রিপোর্টার :
উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো আম পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার (৮ জুলাই) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এ উচ্ছ্বাস প্রকাশ করেন মমতা।
চিঠিতে তিনি লেখেন- “শ্রদ্ধেয় হাসিনা দি, আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙ্গা আমের নাম আমি শুনেছিলাম, আগে কখনও খাইনি। আপনি এত আম পাঠিয়েছেন যে, আমি দু’-হাত ভরে বিলিয়েছি।”
মমতা আরও লেখেন- “ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যি আপ্লুত।”
এর আগে রোববার বেনাপোল বন্দর দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার হিসেবে এক ট্রাক হাড়িভাঙ্গা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।