শাইখুল হাদীস মাওলানা মির্জা আনোয়ার বেগ’র ইন্তেকালে জমিয়তের শোক
সংবাদ বিজ্ঞপ্তি :
জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বনাথ উপজেলা শাখার সহ-সভাপতি ও বিশ্বনাথ মাদানিয়া মাদরাসার সহকারি শাইখুল হাদীস মাওলানা মির্জা আনোয়ার বেগ ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম-এর নেতৃবৃন্দ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়্যা, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী, সিলেট জেলা সভাপতি মাওলানা মুশাহিদ আহমেদ দয়ামিরী, সহ-সভাপতি মাওলানা মুহিবুল ইসলাম বুরহান, মাওলানা আতাউর রহমান, সহ-সভাপতি মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, মাওলানা আসরারুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী, কেন্দ্রীয় নির্বাহি সদস্য মাওলানা নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা জহির উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন- মাওলানা মির্জা আনোয়ার বেগ একজন নিবেদিতপ্রাণ দ্বীনের খাদেম। তিনি একাধারে শাইখুল হাদীস ও দেশপ্রেমিক রাজনৈতিক ছিলেন। তিনি আমৃত্যু দ্বীন প্রচার ও প্রতিষ্ঠার সংগ্রামে নিরলস আত্ননিয়োগ করে গেছেন। আল্লাহ তায়ালা তার দ্বীনি খেদমতগুলো কবুল করে তাকে জান্নাতের সুউচ্চ মাক্বাম দান করেন। শোক বার্তায় নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শাইখুল হাদীস মাওলানা মির্জা আনোয়ার বেগ (৬৫) গত ৮ জুলাই বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথস্থ মিরেরচর নিজ বাড়িতে ইন্তেকাল করেন।