চুনারুঘাটে গরুর হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
চুনারুঘাট সংবাদদাতা :
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বসানো গরুর হাট ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার (৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
জানা যায়, উপজেলার রানীগাঁও বাজার এবং শাকির মো. বাজারে অবৈধভাবে গরুর বাজার পরিচালিত হওয়ার খবর পেয়ে উপজেলা প্রশাসন গরুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ভেঙে দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিলেন বিজিবি এবং শানখলা ইউনিয়নের চেয়ারম্যান সবুজ তরফদার।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল জানান- কোনো অবস্থায়ই অবৈধভাবে গরুর হাট বসানো যাবে না। এ ক্ষেত্রে অভিযান অব্যাহত থাকবে।