ঈদের দিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ: রেলওয়ের তথ্য কর্মকর্তা শরিফুল আলম
সময় সিলেট ডট কম
পবিত্র ঈদুল আজহার দিন (২১ জুলাই) সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের তথ্য কর্মকর্তা শরিফুল আলম।
তিনি জানান- আগামী ২০ জুলাই একতা, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহের চলাচল বন্ধ থাকবে। ২১ জুলাই সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। ২২ জুলাই একতা, সুন্দরবন, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহের চলাচল বন্ধ থাকবে।
এদিকে ঈদুল আজহার ফিরতি যাত্রায় যাত্রীবাহী ট্রেনের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা নেই, তবে ট্রেনের বগি বাড়ানো হতে পারে বলে রেল সূত্রে জানা গেছে।