জয়ের জন্মদিন উপলক্ষে কমলগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের মিলাদ ও দোয়া
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়-এর জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক শাহজাহান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. মাহমুদুর রহমান আলতা, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির সাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, আব্দুস শুকুর, হুমায়ুন কবির, আব্দুল কালাম, আওয়ামীলীগ নেতা হাজী সাহেদ উদ্দিন’সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।