গ্রামীণফোনকে শাওনের আইনি নোটিশ
স্টাফ রিপোর্টার :
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্টি জনপ্রিয় চারটি চরিত্র অনুমতি ছাড়াই বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগে মুঠোফোন অপারেটর গ্রামীণফোনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন’সহ পরিবারের সদস্যদের পক্ষ থেকে ২৫ জুলাই ওই নোটিশ পাঠানো হয় বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী হামিদুল মিজবাহ।
হামিদুল মিজবাহ মঙ্গলবার (২৭ জুলাই) বলেন- গ্রামীণফোন নিবেদিত ‘কেমন আছেন তারা’ শীর্ষক কয়েক পর্বে একটি ধারাবাহিক প্রমোশনাল অনুষ্ঠান গ্রামীণফোনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত হয়।
হুমায়ূন আহমেদ রচিত বাকের ভাই, এলাচি বেগম, সোবহান সাহেব ও তৈয়ব আলী—জনপ্রিয় এই চার চরিত্র কোনো ধরনের অনুমতি ছাড়াই বাণিজ্যিকভাবে ব্যবহার করেছে গ্রামীণফোন। এতে মেধাস্বত্ব আইন লঙ্ঘিত হয়েছে।
নোটিশে ওই পর্বগুলো তিন দিনের মধ্যে অপসারণ করতে এবং মেধাস্বত্ব আইন লঙ্ঘন করায় ১৫ দিনের মধ্যে হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যদের প্রায় সোয়া তিন কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।