পাঁচ দফা দাবিতে সিলেটে বামজোটের সমাবেশ
নগর সংবাদদাতা
৫ দফা দাবিতে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৮ আগস্ট) বিকেল ৫ টায় বাম গণতান্ত্রিক জোট সিলেট নগরের কোর্ট পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোটের পাঁচদফা দাবিগুলো হল- ডিসেম্বরের মধ্যে প্রাপ্ত বয়স্ক সব নাগরিকদের টিকা প্রদান নিশ্চিত করা, জেলা-উপজেলায় সকল হাসপাতালে বেড সংখ্যা বৃদ্ধি, হাই ফ্লো নেজাল ক্যানুলা, আইসিইউ, ভেন্টিলেটর, ডাক্তার-নার্স-টেকনিশিয়ানসহ স্বাস্থ্যসেবা কর্মী বৃদ্ধি, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত, ফিল্ড হাসপাতাল নির্মাণ করা। করোনাকালে সব শ্রমজীবী মানুষকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা। রেশন ও সুদমুক্ত ঋণ প্রদান। সব শিক্ষার্থীকে করোনা টিকা দিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং করোনা মোকাবেলায় ব্যর্থ সরকারের পদত্যাগ।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে ও বাসদ নেতা পাপ্পু চন্দের পরিচালনায় বক্তব্য দেন- সিপিবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) নেতা অ্যাডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, সিপিবি নেতা নিরঞ্জন দাস খোকন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন- সরকার ৮০% লোককে টিকা দেওয়ার ঘোষণা দিলেও বাস্তবায়নে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। করোনার শনাক্ত ও মৃত্যুর ঊর্ধ্বগতি থাকলেও কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই সব কিছু খুলে দিলেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কোনো রোড ম্যাপ সরকারের নেই।
নেতৃবৃন্দ আরও বলেন- সরকার দেশ পরিচালনায়, করোনা প্রতিরোধে, দেশের মানুষের স্বাস্থ্যসুবিধা নিশ্চিতে এবং টিকা সংগ্রহ, উৎপাদন ও প্রদানে চরমভাবে ব্যর্থ হয়েছে। ফলে ক্ষমতায় থাকার তার কোনো নৈতিক ভিত্তি নেই।