কুলাউড়া পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া সংবাদদাতা
কোন নতুন কর আরোপ না করেই মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ৫১ কোটি টাকার বেশি প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) দুপুরে ২০২১-২০২২ অর্থ বছরের জন্য আয় ৫১ কোটি ১১ লাখ ৪৫ হাজার ৪৪৬ টাকা এবং ৫০ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা ব্যয় দেখিয়ে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
বাজেট অনুষ্ঠানে ২০২০-২০২১ অর্থ বছরের সংশোধিত ও ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আয় ও ব্যয় খাতের সম্পূরক তুলে ধরেন পৌরসভার সচিব শরদিন্দু রায়। বাজেটে ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব ও উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ৫১ কোটি ১১ লাখ ৪৫ হাজার ৪৪৬ টাকা। ওই অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন খাতে ব্যয় দেখানো হয়েছে ৫০ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধৃত দেখানো হয়েছে ৩৬ লাখ ৫ হাজার ৪৪৬ টাকা। মূলধন খাতে আয় ও ব্যয় দেখানো হয়েছে ১০ লাখ টাকা।
পৌর মিলনায়তন হলরুমে আয়োজিত বাজেট অনুষ্ঠানে পৌরসভার সচিব শরদিন্দু রায়ের সঞ্চালনায় ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট পর্যালোচনা এবং পরামর্শমূলক বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়, জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, জেলা সিপিবির সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, ডেইলি স্টারের মৌলভীবাজার প্রতিনিধি মিন্টু দেশওয়ারা, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন- ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল। এ সময় সুশীল সমাজের নাগরিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, পৌর সভার কাউন্সিলর এবং কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাজেট অনুষ্ঠানে মেয়র সিপার উদ্দিন আহমদ বলেন- কুলাউড়া পৌরবাসীর জন্য ২৫ কোটি টাকা ব্যয়ে ওয়াটার প্লান্ট নির্মাণের কাজ শুরু কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। সে লক্ষ্যে ইতোমধ্যে স্থান নির্বাচন চূড়ান্ত করা হয়েছে। এছাড়া পৌর শহরের যানজট নিরসন, রাস্তাঘাট উন্নয়ন, পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা সবকিছুই পরিকল্পনা অনুযায়ী করা হচ্ছে।
তিনি বলেন- করোনার জন্য কিছুটা বিঘ্ন হলেও পৌর এলাকার উন্নয়ন কাজে ধারাবাহিকতা রাখা হয়েছে। পৌর নাগরিকদের মতামতে গুরুত্ব দিয়ে উন্নয়ন কাজ করা হবে। করোনার জন্য এবারের বাজেটে নতুন করে কোন কর আরোপ করা হয়নি। আগামী বছরে শত কোটি টাকার বাজেট পরিকল্পনা নিয়ে কাজ করা হবে।