শাবির নতুন সিন্ডিকেট সদস্য ড. মোস্তাক ও অধ্যাপক জাফরিন
সময় সিলেট ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নতুন সদস্য হিসেবে ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তাক আহমেদ ও বেগম সিরাজুন্নেছা হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক জাফরিন আহমেদকে (লিজা) মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন সাংবাদিকদের বিষয়টি জানান ।
তিনি বলেন- ডিন ও হল প্রভোস্ট ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্যদের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে অধ্যাপক ড. মোস্তাক আহমেদ ও সহকারী অধ্যাপক জাফরিন আহমেদকে (লিজা) আগামী দুই বছরের জন্য মনোনীত করা হয়েছে।