বানিয়াচংয়ে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালিত
বানিয়াচং সংবাদদাতা
হবিগঞ্জের বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা’র সভাপতিত্বে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় আয়োজিত গণহত্যা দিবস ও আলোচনা সভায় জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের চিরস্মরণীয় করে রাখার জন্য ৩৩ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ-এর উদ্বোধন করেছেন হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন- গত বছর ১৮ আগস্ট যখন মাকালকান্দি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসেছিলাম, তখন এখানকার জনগণ দাবি করেছিলেন সুন্দর ও প্রশস্ত জায়গায় নতুন করে স্মৃতিসৌধ নির্মাণের জন্য। তাদের দাবির প্রেক্ষিতে ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের চিরস্মরণীয় করে রাখার জন্য সকলের সহযোগিতায় ১ বছরের মধ্যেই এ প্রকল্পটি নির্মাণ করতে পেরে আজ আমি সত্যিই আনন্দিত।
তিনি আরও বলেন- ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী হিন্দু অধ্যুষিত পাঁচটি গ্রামের নিরীহ মানুষকে ব্রাশ ফায়ারে হত্যা করে। এ ছাড়া পাকিস্তানি সেনাদের দোসর রাজাকাররা গ্রামগুলোতে অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট চালায়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মিনারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. এরশাদ আলী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমের কর্মীগণ।