আল্লামা জুনায়েদ বাবুনগরী’র ইন্তেকালে সিলেট মহানগর যুব জমিয়তের শোক
সংবাদ বিজ্ঞপ্তি
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা কবীর আহমেদ, সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, অর্থ সম্পাদক আবু সুফিয়ান।
শোক বার্তায় বলেন- আল্লামা জুনায়েদ বাবুনগরী একজন বিদগ্ধ হাদীস বিশারদ ও হক্কানী আলেমে-দ্বীন। তিনি একাধারে দেশের শীর্ষ মাদারিস দারুল উলূম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও হেফাজতে ইসলামের আমীর ছিলেন। তার ইন্তেকালে জাতি এক শ্রেষ্ঠ দ্বীন দরদী রাহবরকে হারালো।
শোক বার্তায় আল্লামা জুনায়েদ বাবুনগরীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।