সময় সাহিত্য: শাহ্ কামাল আহমদের কবিতা- ‘বিচিত্র মানুষ’
সময় সিলেট ডট কম
শাহ্ কামাল আহমদ’র কবিতা
বিচিত্র মানুষ
শাহ্ কামাল আহমদ
আমি, প্রকৃতি
ধোকাহীন ভালোবাসা!!
বেঁচে থাকতে এই যথেষ্ট
তবে কেন মিছে আশা?
আশা আছে বলেই
সাগরতীরে ঘর বাঁধে লোকে
মিছে স্বপন আছে বলেই
চাঁদে যাওয়ার স্বপন দেখে
আজও লিখতে পারিনি,
এক জীবনের গল্প
স্মৃতি খুঁজে দেখি সুখ বড় অল্প।
কিছু কিছু অভিমান, ভাবতে
আঁখিকোণে অশ্রু জমে
তবু কিছু স্মৃতি, দেয়াল হয়ে থাকে
আর কিছু কিছু অভিনয় চোরাবালির
মতো, চিরঅম্লান
যখন সময় খারাপ থাকে
নিজের ছায়াও আঘাত করে নিজেকে
অনুভূতিগুলোর ডানা কাটা
রক্তাক্ত শরীরে ফুটে ওঠেছে
গন্ধবিহীন বর্ণবিহীন এক মুখস্ত মানুষ।
শেকড়ের সম্পর্ক ভুলে যাই, মিথ্যার কাছে
নারী-পুরুষ সকলেই, আজ
সেজেছে মানুষ, বৃক্ষের বিচিত্র পোষাকে