‘প্রকাস কল্যাণ ফাউন্ডেশন’ এর নেতৃবৃন্দের স্বদেশ প্রত্যাবতনে সংবর্ধনা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটের কানাইঘাট উপজেলার বৃহৎ সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘প্রকাস কল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে দেশে অবস্তারত নেতৃবৃন্দের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) বাদ জোহর কানাইঘাট বাজারস্থ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর আহমদ ক্বাসিমীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুফতি ইবাদুর রাহমান-এর পরিচালনায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকাস কল্যাণ ফাউন্ডেশর সহ-সেক্রেটারি মাওলানা ফাহাদ হোসাইন, অর্থ সম্পাদক হাফিজ নজরুল ইসলাম বড়বন্দী, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাফিজ ইব্রাহীম খলীল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি মাওলানা হেলাল আহমদ, মাওলানা সালিম উদ্দীন, হাফিজ খায়রুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, ফাউন্ডেশনের সহ-অর্থসম্পাদক মাওলানা ইমরান হোসেন চৌধুরী, মাওলানা হাফিজ রিয়াজ উদ্দিন এবং মাওলানা জাকারিয়া আল হেলাল’সহ স্থানীয় ব্যক্তিবর্গ।