সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী মুহিত
স্টাফ রিপোর্টার
করোনা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত।
বুধবার (১৮ আগস্ট) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তিনি তার বনানীর বাসায় ফেরেন। তার সুস্থতার খবর নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি ফেসবুকে লিখেছেন, অনেক দুঃসংবাদের মধ্যে সুখবর যে, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আমার মুহিত ভাই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় এসেছেন।
গত ২৪ জুলাই করোনা শনাক্ত হয় সাবেক এই মন্ত্রীর। বাসায় আইসোলেশনে থাকলেও গত (২৮ জুলাই ) শারীরিক জটিলতা এড়াতে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।