জমিয়ত মহাসচিব মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে ছাত্র জমিয়তের ফুলেল শুভেচ্ছা
বিশেষ সংবাদদাতা
ফরিদ আহমদ ফেরদৌস : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার (২০ আগস্ট) বাদ মাগরিব কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তির সংবাদ শুনে তৎক্ষনাৎ ফুলেল শুভেচ্ছা জানাতে তাঁর বাসায় যান ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাইনুদ্দীন মানিক, সাধারণ সম্পাদক হুযাইফা ইবনে ওমর, সহ-সাধারণ সম্পাদক রেজওয়ান মাজহারী, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ’সহ ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
জমিয়ত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরীর যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বুরহান উদ্দীন প্রমুখ।
উপস্থিত ছাত্র জমিয়ত নেতাদের উদ্দেশ্য করে দলের মহাসচিব ব্যাক্তিগঠনের প্রতি মনোযোগী হওয়ার উপদেশ দেন এবং দলের কাজকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান। ইসলাম ও দেশ বিরোধীদের বিষয়ে সতর্ক ও সোচ্চার থাকার কথাও তিনি বলেন ছাত্র জমিয়তের ছাত্রবৃন্দকে।
এ সময় ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক হুযাইফা ওমর বলেন- পরিকল্পিত ও ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় দীর্ঘদিন দলের মহাসচিব কারাগারে বন্দি ছিলেন। আল্লাহর মেহেরবানিতে আজ তিনি জামিনে মুক্তি পান। এখনো দলের শীর্ষ অনেক নেতা মিথ্যা ও পরিকল্পিত মামলায় কারাগারে বন্দি আছেন। আমরা সরকারের কাছে উদাত্ত আহবান জানাচ্ছি দ্রুত জমিয়ত নেতৃবৃন্দ’সহ শীর্ষ আলেমদের মুক্তি দিন।
উল্লেখ্য, কারা ফটকে দলের মহাসচিবকে স্বাগত জানান- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, ঢাকা মহানগর সেক্রেটারী মাওলানা মতিউর রহমান গাজীপুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান প্রমুখ।