আল্লামা জুনায়েদ বাবুনগরী’র মাগফিরাত কামনায় সৈয়দপুর জমিয়তের দোয়া মাহফিল
সংবাদ বিজ্ঞপ্তি
জমিয়তে উলামায়ে ইসলাম জগ্ননাথপুর উপজেলাধীন সৈয়দপুর শাখার উদ্দ্যোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রাহ. এর রুহের মাগফেরাত কামনায় শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় সৈয়দপুর বাজারে জমিয়ত কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন- জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সাবেক সাংগঠনিক সম্পাদক, শায়খুল ইসলাম জামিয়া সিলেটের প্রিন্সিপাল মাওলানা সৈয়দ সালিম কাসিমী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ ফয়জুল হক, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা আলী আহমদ, ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি মাওলানা শেখ বিলাল আহমদ, ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি ছাত্রনেতা সৈয়দ গুলজার আহমদ, মুহাম্মদ ইয়াকুব আহমদ উজ্জ্বল, হাফিজ মরগুব আহমদ, হাফিজ ফুওয়াদ আহমদ প্রমুখ।