কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা : ২ হাজার লোক সরিয়েছে জার্মানি
আন্তর্জাতিক সময়
দীর্ঘ ২০ বছর পর গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখল নিয়েছে তালেবান। এরপর এখন পর্যন্ত কাবুল বিমানবন্দর থেকে প্রায় ২ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে জার্মান সামরিক বাহিনী। শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্র্যাম্প-কারেনবাউয়ার।
প্রতিবেদনে বলা হয়- আনেগ্রেট ক্র্যাম্প-কারেনবাউয়ার বলেছেন- দুটি হেলিকপ্টার রাতারাতি কাবুলে পাঠানো হয়েছে। এগুলো শহরটি থেকে মানুষদের সরিয়ে আনার জন্য প্রস্তুত, যা আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে করানো হবে।
জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল এবেরহার্ড জর্ন বলেন- জার্মান বিমান বাহিনী কাবুল বিমানবন্দরে প্রয়োজনীয় শিশুর খাবার এবং স্বাস্থ্যসম্মত জিনিসপত্র নিয়ে যাবে।