ঢুকতে পারলেই আমেরিকা! কাবুল বিমানবন্দরে লাখো মানুষের ভিড়
আন্তর্জাতিক সময়
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে লাখো জনতা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। তবে উঁচু পাঁচিল ও কাঁটাতার পেরিয়ে বিমানবন্দরে ঢোকা সহজ নয়। এর মধ্যেই হুলস্থুল পড়ে গেলো বিমানবন্দরের বাইরে। লোক মুখে গুজব ছড়িয়েছে যে, বিমানবন্দরের ভেতরে ঢুকতে পারলেই আমেরিকার বিমানে জায়গা পাওয়া যাবে।
আর সেই কারণে হামিদ কারজাই বিমানবন্দরের ভেতর সবাই ঢোকার চেষ্টা করতে থাকেন। আর এর জেরেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
আনন্দবাজার জানায়- কাবুল বিমানবন্দরের বাইরে প্রায় ৫০ হাজার আফগান নাগরিক অপেক্ষা করছেন। তারা দেশ ছাড়তে চান। বিমানবন্দরের নিয়ন্ত্রণ রয়েছে আমেরিকার সেনাবাহিনীর হাতে। সঙ্গে রয়েছে ব্রিটিশ বাহিনীও। পাঁচিলের উপরে কাঁটাতারের বেড়া দিয়ে বিমানবন্দরকে ঘেরা হয়েছে।
আমেরিকার এক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যাচ্ছে- পাঁচিলে উঠে কাঁটাতার পেরুতে চাইছেন অনেকে। তাদের কোনো রকমে ঠেকাচ্ছে আমেরিকার সেনা। অনেকে আবার কাতর অনুরোধ করছেন যাতে তাদের বিমানবন্দরের ভেতরে ঢুকতে দেওয়া হয়। বিমানবন্দরের দুটি দরজা তালেবানের দখলে। ফলে ভেতরে ঢুকতে সমস্যা হচ্ছে। শুধু বিদেশি নাগরিকদের নিয়েই উড়ে যাচ্ছে বিমান।
গত রোববার থেকে কাবুলের পরিস্থিতি একই রকম। হাজার হাজার মানুষ দেশ ছাড়ার চেষ্টা করছেন। ঝুঁকি নিয়ে বিমানের বাইরে ঝুলে দেশ ছাড়তে গিয়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে। বিমানবন্দরের ভেতরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমেরিকার সেনারা গুলিও চালিয়েছে। যার জেরে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
তবে এতো কিছুর পরও আফগানিস্তান ছাড়ার হিড়িক কমেনি দেশটির নাগরিকদের। বৈধ কাগজ দেখিয়ে দেশ ছাড়তে চাইছেন অনেকে। কেউ আবার আমেরিকাসহ বিভিন্ন দেশের কাছে অনুরোধ করছেন যাতে তাদের আশ্রয় দেওয়া হয়। সূত্র : আনন্দবাজার