ঢাকা মহানগর তালামীযের উদ্যোগে আশুরা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগর শাখা কর্তৃক আশুরা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২০ আগস্ট) রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ গোড়ান এলাকার হাওয়াই গলিতে অবস্থিত ফুলতলী কমপ্লেক্সে ঢাকা মহানগর তালামীয কর্তৃক আশুরার সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ-এর যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী। প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুম আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন- দৈনিক নিউ ন্যাশন পত্রিকার সহকারী সম্পাদক কবি মুকিত চৌধুরী, ঢাকা জেলা দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট-এর সভাপতি মাওলানা আবু সাদেক ইকবাল খন্দকার, কুমিল্লা মেডিকেলের রেসিডেন্সিয়াল সার্জন (আরএস) ডা. সাইদুল আনওয়ার, ঢাকা মহানগর আল ইসলাহ-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- কবি ও ছড়াকার মনসুর মুজাম্মিল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাব্বির রহমান, মহানগরের সহ-সভাপতি কামিল হোসাইন, সহ-সাংগঠনিক আনওয়ার হুসেন রিপন, অর্থ সম্পাদক সরওয়ার হোসেন, লতিফিয়া হিফজুল কুরআন খিলগাঁওয়ের শিক্ষক হাফিজ তানজিম আহমদ।
শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাপ্পি ও সহ-সাধারণ সম্পাদক মাহবুব হাসান চৌধুরী সামাদের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর তালামীযের সভাপতি ইমাদ উদ্দীন। এ সময় ঢাকা মহানগর শাখা ও এর আওতাধীন বিভিন্ন থানা শাখার দায়িত্বশীলবৃন্দের পাশাপাশি দক্ষিণ গোড়ান, খিলগাঁও এলাকার অনেকেই উপস্থিত ছিলেন।