দক্ষিণ সুরমা চায়ের দোকান থেকে ১০ জুয়ারি গ্রেফতার
দক্ষিণ সুরমা সংবাদদাতা
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন বালুরমাঠ সংলগ্ন রুমা বেগমের চায়ের দোকান থেকে ১০ জন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ আগস্ট) রাত আটটায় দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার (২৩ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সবুজ মিয়া (৩৫), ইকবাল হোসেন (৪৩), শিপলু আহমদ (২৮), সাগর (২৭), কবির আহমদ (২৮), আকসার আলী (৩৫), আক্তার হোসেন (২৪), সালাম (৪০), জাহেদ আলী (২৫) রুমা বেগম (৩০)
পুলিশ জানায়- জুয়া খেলার জমায়েত থেকে তাদের আটক করে সকল জুয়ারীদেরকে বিধিমোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।