টিকা নেয়া বাংলাদেশিদের জন্য আকাশপথ খুলল ওমান
অনলাইন সময়
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী দুই ডোজ টিকা নেয়া বাংলাদেশিদের জন্য আকাশপথ খুলে দিয়েছে ওমান।
বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তানসহ ১৮টি দেশের নাগরিক, যাদের করোনারোধী টিকার দুটি ডোজ নেয়া আছে তারাও এখন থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন।
সোমবার (২৩ আগস্ট) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
এর আগে গত জুলাইয়ে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে ২৩টি দেশের ওপর অনির্দিষ্টকালের জন্য আকাশপথ বন্ধ করে দেয় ওমান সরকার।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়া অন্য দেশগুলো হলো যুক্তরাজ্য, তিউনিশিয়া, লেবানন, ইরান, ইরাক, লিবিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইথিওপিয়, সুদান, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, সিয়েরা লিওন, নাইজেরিয়া, গিনি, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ব্রাজিল।
সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) হিসাবে ওমানে বৈধ-অবৈধ মিলিয়ে বাংলাদেশি অভিবাসী কর্মী আছেন অন্তত আট লাখ।