ওসমানীনগরে বাল্যবিবাহ নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
ওসমানীনগর সংবাদদাতা
সিলেটের ওসমানীনগরে বাল্যবিবাহ নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিকাল ৪ থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নির্মানাধীন ভবনের সেমিনার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ওসমানীনগর থানার উপ-পুলিশ পরিদর্শক আছমা আক্তার, আনছার বিডিপির সদস্য অজয় চক্রবর্তী, সুচনার অফিসার নজরুল ইসলাম, কাজী মাওলানা আ ফ ম আব্দুল কাইয়ুম, কাজী মাওলানা আব্দুল বাছিত, কাজী মাওলানা আবুল কালাম আজাদ, কাজী মাওলানা আব্দুল মুমিন, অফিস সহকারী কারী দিলাল আহমদ, কারী মুহিব আহমদ, সুমন আহমদ চৌধুরী, নুর উদ্দিন প্রমুখ।