কুলাউড়ায় সৌদির বৃটিশ এম্বেসিতে কর্মরত সৈয়দ শাহজাহান সংবর্ধিত
কুলাউড়া সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে সৌদি আরবে অবস্থিত বৃটিশ এম্বেসিতে উচ্চ পদে কর্মরত বরমচালের কৃতি সন্তান সৈয়দ শাহজাহানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বরমচাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (যুক্তরাজ্য) ও বরমচাল আধুনিক হাসপাতালের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল আহাদের উদ্যোগে বরমচাল ফুলেরতল বাজার মিছির আলী কমপ্লেক্সে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি আনার উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষানবীস আইনজীবী কামরুল আমিন ও ব্যবসায়ী মুনিম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট, সংবর্ধিত অতিথি সৈয়দ শাহজাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি খায়রুল আমিন, বরমচাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোক্তাদির মুক্তার, বরমচাল ফুলেরতল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হেলাল খান, কবি ও লেখক তোফায়েল খান জমসেদ, বাপেক্স এর সাবেক কর্মকর্তা ইঞ্জিনিয়ার এজাজ কবির দিপু, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম রাজিব, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এনামুল আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- সংবর্ধিত অতিথির সুযোগ্য সন্তান ডাক্তার শাহ্ সৈয়দ খালেদ উল মাহমুদ, বরমচাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সদস্য প্রবাসি শাবাজ আলী, রিয়াজ উদ্দিন, শামীম মিয়া, ব্যবসায়ী নানু মিয়া, মিনাল খান, রহিম খান, আব্দুর রহমান নোমান, জামান মিয়া’সহ আরও অনেক।
বক্তারা বরমচাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের সাফল্য কামনা করেন এবং বরমচাল আধুনিক হাসপাতালের কার্যক্রম দ্রুত এগিয়ে নিয়ে বাস্তবায়ন করতে আহ্বান জানান।
এ সময় যুক্তরাজ্যে বসবাসরত বরমচাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও তাদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পরে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেয়া হয়।