দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
সিলেট দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্টে মো. তারেক আহমেদ (১৯) নামে এক যুবককের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে সিলেটের দক্ষিন সুরমা উপজেলার মোগলা বাজার থানাধীন ইলাইগঞ্জ বাজারে নির্মাণাধীন মার্কেটে এ ঘটনা ঘটে।
মৃত তারেক আহমেদ মোগলাবাজার দাউদপুর ইউনিয়নের রাউৎকান্দি গ্রামের মো. আসাদ আহমেদের ছোট ছেলে।
স্থানীয়রা জানান- ঠিকাদার সাইদুর রহমানের অধিনে মার্কেটের বিল্ডিংয়ে আস্তরের কাজ করছিলেন তারেক আহমদ। সোমবার আস্তরের কাজ চলাকালে হঠাৎ বৃষ্টি আসায় পলিতিন দিয়ে ঢাকতে গেলে পাশ দিয়ে ঘেঁষে যাওয়া পল্লী বিদ্যুৎতের অভার হেড লাইনে স্পৃষ্ট হয়ে দুই তালার ছাদের উপর থেকে নিচে পড়ে যান তারেক। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
স্থানীয়রা আরও জানান- ঠিকাদারে অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। কেননা এর আগেও বিল্ডিংয়ে কাজ চলাকালে আরও একজন বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে কোন মতে বেঁচে যান। বিষয়টি ঠিকাদার সাইদুর রহমানকে অবগত করলেও তিনি কোন প্রদক্ষেপ নেননি।
এখনও নির্মাণাধীন এই ভবনটিতে বিদ্যুৎতের ঝুকি রয়েছে বলেও জানান তারা।
মোগলাবাজার থানায় দায়িত্বরত (এস.আই) রেজাউল করিম ময়না তদন্ত শেষে মঙ্গলবার (২৪ আগস্ট) দাফন সম্পন্ন হবে।